মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

যাত্রীবাহী বিমান তৈরি করবে ইরান

পোস্ট হয়েছে: জুন ১৯, ২০২২ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি যাত্রীবাহী বিমান তৈরি করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। এই আহ্বানের পরপরই  শনিবার ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি প্রেসিডেন্টের আহ্বানকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণের নির্দেশ জারি করেছেন।

তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিমান শিল্প সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা আমির খাজাফার্দকে লেখা চিঠিতে বলেছেন, অবিলম্বে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে হবে।

গত বৃহস্পতিবার ইস্পাহান প্রদেশ সফরের সময় প্রেসিডেন্ট রায়িসি যাত্রীবাহী বিমান তৈরির ওপর গুরুত্বারোপ করেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিমান শিল্প সংস্থার বিভিন্ন অর্জন সম্পর্কে অবহিত হওয়ার পর তিনি বলেন, আপনারা যাত্রীবাহী বিমান নির্মাণেও হাত দিন।

ইসলামি প্রজাতন্ত্র ইরান সামরিক পরিবহন ও জঙ্গিবিমানসহ বিভিন্ন আকাশযান নির্মাণে অনেক সাফল্য অর্জন করেছে। দেশটি গত মাসে নিজেদের তৈরি পরিবহন বিমান ‘সিমোর্গ’ উন্মোচন করেছে।

ইরানের তৈরি ‘সিমোর্গ’ হালকা পরিবহন বিমান। এটি নির্মাণে আন্তর্জাতিক মান ও নীতিমালা পুরোপুরি অনুসরণ করা হয়েছে। এই বিমান দেশের সামরিক ও বেসামরিক উভয় খাতের চাহিদা মেটাতে সক্ষম।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী সিমোর্গ বিমানটি উন্মোচনের পর বলেছিলেন, আশা করা হচ্ছে চলতি ফার্সি বছরে এ খাতে আরও নতুন নতুন সাফল্য আসবে। নতুন নির্মিত হালকা পরিবহন বিমান উদ্ধার তৎপরতায় অত্যন্ত কার্যকরী বলে তিনি জানিয়েছিলেন। পার্সটুডে/