ম্যাসাডোনিয়ায় ইরানি চলচ্চিত্র সপ্তাহ’র উদ্বোধন
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৫, ২০১৯

নর্থ ম্যাসাডোনিয়া প্রজাতন্ত্রে ইরানি চলচ্চিত্র সপ্তাহ শুরু হয়েছে। ইসলামি বিপ্লবের ৪০তম বিজয় বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার এই চলচ্চিত্র সপ্তাহের উদ্বোধন করা হয়। এতে সিনেমা ব্যক্তিত্বদের অভ্যর্থণা জানানো হয়।
নর্থ ম্যাসাডোনিয়ার রাজধানী স্কোপজেতে চলমান এই সিনেমা উৎসবে ইরানের ৬টি ফিচার ছবি প্রদর্শিত হবে।
ম্যাসাডোনিয়ায় ইরানি রাষ্ট্রদূত হোসেইন কারিমি ইভেন্টে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিনি ইসলামি বিপ্লবের মানবিক ও নৈতিক অর্জনের ওপর শ্রোতাদের উদ্দেশে বক্তব্য দেন।
কারিমি বলেন, ইরানের ইসলামি বিপ্লব যে কোনো কিছুর চেয়ে মানবিক ও নৈতিক ইস্যুর ওপর জোর দেয়। একারণেই শিল্প ক্ষেত্রে বিশেষত সিনেমায় আমাদের দেশের দীর্ঘ পদচারণার ইতিহাস রয়েছে।
তিনি জানান, বর্তমানে সিনেমা শিল্পে বিশ্বে শীর্ষ পাঁচ দেশের মধ্যে ইরান রয়েছে। বছরে দেশটিতে শতাধিক চলচ্চিত্র নির্মাণ করা হয়।
স্কোপজেতে চলমান ইরানি চলচ্চিত্র সপ্তাহ চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা আব্বাস কিয়ারোস্তামি, মজিদ মাজিদি ও কামবুজিয়া পারতোভির ছবি দেখানো হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।