বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ম্যানচেস্টার চলচ্চিত্র উৎসবে ইরানের ১৩ ছবি

পোস্ট হয়েছে: মার্চ ১৫, ২০২০ 

news-image

কিনোফিল্ম ও ম্যানচেস্টার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের ১৬তম আসরে দেখানো হবে ইরানি চলচ্চিত্রকারদের নির্মিত ১৩টি ছবি। ২১ থেকে ২৯ মার্চ অনুষ্ঠিতব্য উৎসবের বিভিন্ন বিভাগে ছবিগুলো প্রদর্শিত হবে।

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে আয়োজিত উৎসবে অংশ নেবে চলচ্চিত্রকার মোহাম্মাদরেজা মেইঘানির ইরানি স্বল্পদৈর্ঘ্য ‘ক্লিনার’, হামিদ ইউসেফির ‘হেয়ারিং এইড’, বিজান জেরিনের ‘শোওয়ান’, মির আব্বাস খোসরাভিনেজাদের ‘আজাদেহ’, আবিদা আলিমাদাদের ‘ওয়ান নাইট’, ঝিভার ফারাজজাদেহর ‘সিরোক’, মোহাম্মাদ তোরিভারিয়ানের ‘ফ্লাইং ফিশেস’, সিয়াভাশ শাহাবির ‘ডিসেক্ট’, আহমাদ মোনাজ্জেমির ‘ডন্ট ফরগেট টুডে’, সাইদ জাফারিয়ান পরিচালিত ‘আমব্রা’ এবং সালেহ কাশফির ‘শি হু ওয়াজেন্ট টেইমড’।

এবছর কিনোফিল্ম ও ম্যানচেস্টার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৬তম আসরের পর্দা উঠবে ২১ মার্চ শনিবার। ম্যানচেস্টার ও হুইটিংটনের ভিন্ন ভিন্ন ৬টি ভেন্যুতে নয় দিন ব্যাপী উৎসব চলবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।