শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

মোহাম্মাদ আলীর নামে তেহরানের একটি সড়কের নামকরণের প্রস্তাব

পোস্ট হয়েছে: জুন ৬, ২০১৬ 

news-image

সদ্য পরলোকগত বিশ্ববিখ্যাত মুষ্টিযোদ্ধা মোহাম্মাদ আলী ক্লে’র নামে ইরানের রাজধানী তেহরানের একটি সড়কের নামকরণের প্রস্তাব করা হয়েছে।

তেহরান সিটি কাউন্সিলের সদস্য ইকবাল শাকেরি রোববার এ প্রস্তাব দেন। তেহরান সিটি কাউন্সলের এক বৈঠকে সড়কের নাম পরিবর্তন করে মোহাম্মাদ আলী রাখার কথা বলেছেন তিনি।

4bk61280cac8eb8d04_800C450তেহরান সিটি কাউন্সিলের বৈঠকে শাকেরি বলেন, “মোহাম্মাদ আলী ছিলেন সংগ্রাম, বর্ণবাদ ও মার্কিন সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক। তিনি ভিয়েতনামে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন।”

সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়ন মোহাম্মাদ আলী গত ৪ জুন ৭৪ বছর বয়সে ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন ধরে পারকিনসন্স সিনড্রোমে ভুগছিলেন।

মোহাম্মাদ আলী ১৯৯৩ সালের ৮ মে ইরান সফরে এসেছিলেন। তখন তিনি ইরানের ইসলামি বিপ্লবের নেতা মরহুম ইমাম খোমেনীর মাজার জিয়ারত করেন। এছাড়া, তিনি ইরানের মাশহাদ শহরে নবী বংশের অষ্টম পুরুষ ইমাম রেজার মাজার জিয়ারত করেছিলেন। সফরের সময় ইরানের জনগণ মোহম্মাদ আলীকে উষ্ণ আতিথেয়তা জানায়। সূত্র: পার্সটুডে