বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

মের শেষ দিকে ‘ফাখরা’ ভ্যাকসিনের গণউৎপাদন শুরু করবে ইরান

পোস্ট হয়েছে: এপ্রিল ৪, ২০২১ 

news-image

চলতি ইরানি বছরের তৃতীয় মাস খোরদাদের শেষের দিকে (২১ মে) ইরানের দেশীয়ভাবে তৈরি ‘ফাখরা’ করোনাভাইরাস ভ্যাকসিনের গণউৎপাদন শুরু হবে। ইরানের শহীদ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদের নামে ভ্যাকসিনটির নামকরণ করা হয়েছে। গত ১৬ মার্চ ভ্যাকসিনটি উন্মোচন করা হয় এবং এর ক্লিনিকাল ট্রায়াল শুরু হয়।

এদিন ‘ফাখরা’ ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন শহীদ ফাখরিজাদের ছেলে। ‘ফাখরা’ ভ্যাকসিন উৎপাদন প্রকল্পের ব্যবস্থাপক আহমাদ কারিমি জানান, টিকাটি ১৫জন স্বেচ্ছাসেবীর শরীরে প্রয়োগ করা হয়েছে। প্রথম ধাপে মোট ১৩৫জন স্বেচ্ছাসেবীকে এটি দেয়া হবে। ৩৫দিন পর দ্বিতীয় ধাপের টিকাদান কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি। সূত্র: তেহরান টাইমস।