বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

মেডিকেল সরঞ্জাম রপ্তানি করে বছরে বিলিয়ন ডলার আয় করবে ইরান 

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৫, ২০২৩ 

news-image
ইরান ফার্মাসিউটিক্যালস এবং চিকিৎসা সরঞ্জাম রপ্তানি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার আয় করবে বলে অনুমান করা হচ্ছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) চেয়ারম্যান একথা বলেছেন।
হেইদার মোহাম্মদি বলেছেন, ফার্মাসিউটিক্যালসের জন্য অগ্রাধিকারমূলক মুদ্রার হার অপসারণের মাধ্যমে ইরানী বছরের প্রথম পাঁচ মাসে (২১ মার্চ থেকে যা শুরু হয়েছে) রপ্তানি ৫০ মিলিয়ন ডলারে পৌঁছেছে। এটি গত বছরের একই সময়ের তুলনায় ৩০০ শতাংশ বেড়েছে বলে তিনি জানান।
সপ্তম পরিকল্পনা অনুযায়ী, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের রপ্তানি বার্ষিক ১ বিলিয়ন ডলারে বৃদ্ধি পাবে বলে তিনি উল্লেখ করেন। সূত্র: মেহর নিউজ