মেক্সিকোতে তায়কোয়ান্দো প্রতিযোগিতায় ইরানের ৩ পদক
পোস্ট হয়েছে: নভেম্বর ২২, ২০২২
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2022/11/4332283.jpg)
ইরানের তায়কোয়ান্দো ক্রীড়াবিদরা মেক্সিকোতে ২০২২ সালের বিশ্ব তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে তিনটি পদক জিতেছেন। রেজা কালহোর এবং সাজ্জাদ মারদানি যথাক্রমে অনূর্ধ্ব-৬৮ কেজি এবং তদুর্ধ্ব-৮৭ কেজি ওজন বিভাগে তৃতীয় স্থানে রয়েছেন।এছাড়াও, মেহরান বারখোরদারি ইভেন্টে তদুর্ধ্ব-৮০ কেজি ওজন বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছেন।টুর্নামেন্টে ১২০টি দেশের ৭৫৫ জন প্রতিযোগী বিশ্ব শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করে।বিশ্ব তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপের ২৫তম আসর ১৩ থেকে ২০ নভেম্বর মেক্সিকোর গুয়াদালাজারায় অনুষ্ঠিত হয়। সূত্র: মেহর নিউজ।