শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

মুয়ে থাই বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইরানের ছয় মেডেল

পোস্ট হয়েছে: আগস্ট ১৪, ২০১৭ 

news-image

মুয়ে থাই বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনটি স্বর্ণ ও তিনটি রৌপ্যপদক জয় করেছে ইরান। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব মুয়ে থাই অ্যামেচার (আইএফএমএ) যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপের এবারের আসর থাইল্যান্ডে অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় অংশ নিয়ে সন্তোষজনক খেলা উপহার দিয়ে ইরানের জুনিয়র মুয়ে থাই টিম মোট ছয়টি মেডেল জয়লাভ করেছে।

মুয়ে থাই প্রায় কিক বক্সিংয়ের মতোই উচ্চমাত্রার শারীরিক কসরতনির্ভর একটি খেলা। মুয়ে থাই বা থাই বক্সিং মূলত থাইল্যান্ডের একটি লড়াকু খেলা।

ব্যাংককে বৃহস্পতিবার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ইরানের সাজ্জাদ সাত্তারি, মোহাম্মাদ রেজা চাবোক ও সাইদ ইকওয়ামপুর সোনা জিতেছেন। অন্যদিকে, এর আগে আমির হোসেইন জোলফি, হোসেইন আবদি ও হাসান মাহমুদ জাদেহ ব্রোঞ্জপদক লাভ করেছেন। সূত্র: ইরান ডেইলি।