মুহাররমে ইরানে জাতীয় রক্তদান ক্যাম্পেইন
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১, ২০২০
পবিত্র মুহাররম মাস উপলক্ষে ইরানে ৪০ দিনের জন্য দেশব্যাপী রক্তদান ক্যাম্পেইন শুরু হয়েছে। তাসুয়া তথা মুহাররমের ৯ তারিখ থেকে জাতীয় এই কর্মসূচি চালু করা হয়েছে। ইরানের রক্ত সঞ্চালন সংস্থার মুখপাত্র বশির হাজি বেইগি এই তথ্য জানিয়েছেন।
করোনা ভাইরাস প্রাদুর্ভাবের পর প্রাণঘাতি এই সংক্রমণ নিয়ন্ত্রণের উপায় খুঁজছেন চিকিৎসক, ফার্মাসিস্ট ও সংশ্লিষ্ট অন্য ব্যক্তিরা। এনিয়ে এপর্যন্ত বহু জরিপ ও গবেষণা চালানো হয়েছে।
একটি গবেষণায় দেখা গেছে, করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তিদের প্লাজমা কোভিড-১৯ চিকিৎসায় ব্যবহারে ভালো ফল দিচ্ছে। প্লাজমা থেরাপি রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে।
ইরানে ২০ এপ্রিল থেকে কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ২ লাখ ৭ হাজার ৩২৩ জন। এদের মধ্যে ৬ হাজার ব্যক্তি তাদের প্লাজমা দান করেছেন। সূত্র: তেহরান টাইমস।