বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

‘মুসলিম নারীদের রোল মডেল হতে পারে ইরানি নারীরা’

পোস্ট হয়েছে: জুন ১৬, ২০১৬ 

news-image

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, সামাজিকভাবে সক্রিয় মুসলিম নারীদের রোল মডেল হওয়াই ইরানি নারীদের প্রধান লক্ষ হওয়া উচিত।

মঙ্গলবার নারীকর্মীদের নিয়ে আয়োজিত এক ইফতার পার্টিতে তিনি এ কথা বলেন। ড.রুহানি বলেন, ইরানি নারীদের তার অধিকার আদায় করে নিতে নিজেদের আরো শক্তিশালী করতে হবে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, একজন নারী মা হিসেবে সামাজিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সামাজিকভাবেও তাকে আরো সক্রিয় হতে হবে। তিনি বলেন, ইরান সরকারের শ্লোগানই হচেছ সংযম বা পরিমিতাচার। নারী ও পুরুষ উভয়ের জন্যে সমতা খুবই জরুরি যা সংযমকে নিশ্চিত করে।

এরপাশাপাশি প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, ইরানের নারীদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার রয়েছে এবং সামাজিকভাবে নারীর অংশগ্রহণ কখনো মা ও স্ত্রীর প্রতিপক্ষ হয়ে ওঠার নয়। বিশেষ করে ইরানের অর্থনৈতিক উন্নয়নের জন্যে নারীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বলে জানান রুহানি। উল্লেখ্য, ইরানের সংসদে ২৯০টি আসনের মধ্যে নারীদের জন্যে ১৭টি আসন সংরক্ষিত রয়েছে।

সূত্র: তেহরান টাইমস