শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

মুসলিম দেশগুলোর সেরা বিশ্ববিদ্যালয় তালিকায় শীর্ষে ইরান

পোস্ট হয়েছে: আগস্ট ১৬, ২০২০ 

news-image

মধ্যপ্রাচ্য অঞ্চল ও ইসলামি দেশগুলোর সেরা বিশ্ববিদ্যালয়ের সংখ্যায় র‌্যাঙ্কিংয়ে প্রথম স্থান দখল করেছে ইরান। শাংহাই র‌্যাঙ্কিং প্রকাশিত অ্যাকাডেমিক র‌্যাঙ্কিং অব ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ (এআরডাব্লিউইউ) ২০২০ এ এই চিত্র উঠে এসেছে। খবর আইএসএনএ এর।

এআরডাব্লিউইউ ২০০৩ সাল থেকে প্রতিবছর বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা প্রকাশ করে আসছে। প্রতিষ্ঠানটি উদ্দেশ্য সূচক এবং তৃতীয় পক্ষের তথ্য-উপাত্তের ভিত্তিতে এই র‌্যাঙ্ক প্রকাশ করে থাকে এবং এটি নির্ভরযোগ্য তালিকা হিসেবে বিবেচনা করা হয়।

‘শাংহাই র‌্যাঙ্কিং ২০২০’ এ দেখা গেছে, বিশ্বের সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম থেকে তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে আমেরিকার হারভার্ড ও স্টানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়।

উল্লিখিত সময়ে বিশ্বের শীর্ষ এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইরানের ১২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। যেখানে ২০১৪ সালে এই র‌্যাঙ্কিংয়ে ইরান থেকে মাত্র একটি বিশ্ববিদ্যালয় (ইউনিভার্সিটি অব তেহরান) স্থান পেয়েছিল। এবারের তালিকায় ইরান থেকে প্রথমবার স্থান করে নিয়েছে ইউনিভার্সিটি অব গিলান। এছাড়া শিরাজ ও তাবরিজ বিশ্ববিদ্যালয় ২০১৯ সালের তুলনায় এবারের র‌্যাঙ্কিংয়ে অগ্রগতি লাভ করেছে। সূত্র: তেহরান টাইমস।