শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

মুসলিম দেশগুলোর মধ্যে বৃহত্তর সহযোগিতার আহ্বান জানাল ইরান

পোস্ট হয়েছে: এপ্রিল ২০, ২০২৩ 

news-image

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি নির্যাতিত ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইলি আগ্রাসন প্রতিহত করতে মুসলিম দেশগুলোর মধ্যে বৃহত্তর সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল (বুধবার) ওমানের সুলতান হাইসাম বিন তারিক আলে সাঈদের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় এ মন্তব্য করেন। প্রেসিডেন্ট রায়িসি নিরস্ত্র রোজা পালনরত ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইল সরকারের ‘পাশবিক অপরাধযজ্ঞের’ নিন্দা জানান।

ইরানের প্রেসিডেন্ট এমন সময় এ মন্তব্য করলেন যখন বিগত কয়েক মাসে অধিকৃত ফিলিস্তিনি শহর ও গ্রামগুলোতে দখলদার ইসরাইলি সেনাদের বর্বরোচিত হামলা বেড়ে গেছে। চলতি বছরের বিগত চার মাসেরও কম সময়ের মধ্যে ইসরাইলি হামলায় প্রায় ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

পর্যবেক্ষকদের মতে, মধ্যপ্রাচ্য অঞ্চলে মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতা শক্তিশালী করতে পারলে ইহুদিবাদী ইসরাইলের অবস্থান দুর্বল হয়ে পড়বে।

প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে বুধবারের টেলিফোনালাপে ওমানের সুলতান ইহুদিবাদীদের হাতে আল-আকসা মসজিদের অবমাননার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, ফিলিস্তিনি জাতির ন্যায়নসঙ্গত অধিকার আদান না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি জনগণের পাশ থাকবে ওমান। পার্সটুডে