মুসলিম দেশগুলোকে অনলাইন-শিক্ষার অভিজ্ঞতা প্রদানে প্রস্তুত ইরান
পোস্ট হয়েছে: মে ১৭, ২০২০

বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারিকালীন মুসলিম দেশগুলোকে অনলাইন-এডুকেশনের অভিজ্ঞতা প্রদানে প্রস্তুত রয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। শুক্রবার ইসলামি বিশ্ব শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা আইএসআইএসসিও সদস্যভুক্ত দেশগুলোর শিক্ষামন্ত্রীদের একটি অসাধারণ সম্মেলনে এই ঘোষণা দেন ইরানি শিক্ষামন্ত্রী মোহসেন হাজি মিরজায়ি।
‘ট্রেনিং অ্যান্ড এডুকেশনাল সিস্টেম’ শীর্ষক সম্মেলনে তিনি বলেন, ‘আমরা মুসলিশ দেশগুলোর সাথে অভিজ্ঞতা বিনিময় ও কারিগরি সহায়তা দিতে প্রস্তুত আছি। মহামারিকালীন আগ্রহী দেশগুলোকে বিনামূল্যে অনলাইন এডুকেশন সিস্টেম প্রদানেও আমরা প্রস্তুত আছি।’
করোনাভাইরাস মহামারির কারণে সম্মেলনটি এবার অনলাইনে অনুষ্ঠিত হয়। এতে ৫০টির অধিক দেশের শিক্ষামন্ত্রী ও কিছু আন্তর্জাতিক সংস্থা অংশ নেয়। করোনাভাইরাস মহামারিতে উদ্ভূত সংকট মোকাবেলায় করণীয় নির্ধারণের ওপর গুরুত্ব দেওয়া হয় এবারের সম্মেলনে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।