মুম্বাইয়ে শাখা খুলবে ব্যাংক পাসারগাদ
পোস্ট হয়েছে: জানুয়ারি ১৯, ২০২০

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই শহরে একটি শাখা খোলার পরিকল্পনা করছে ইরানের ব্যাংক পাসারগাদ। বিষয়টি সামনে রেখে বিদ্যামান দ্বিপাক্ষিক ইস্যুগুলো নিয়ে আলোচনা করছে ইরান ও ভারত। ইরানের পররাষ্ট্র মন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ এই তথ্য জানান।
বৃহস্পতিবার ইসলামি প্রজাতান্ত্র ইরানের সম্প্রচার মাধ্যম আইআরআইবি তার উদ্ধৃতি দিয়ে জানায়, ব্যাংক পাসারগাদ মু্ম্বাইয়ে একটি শাখা চালু করার অনুমোদন পেয়েছে।
আমরা আমাদের মধ্যকার বিদ্যমান সমস্যাগুলো সমাধানে কাজ করে যাচ্ছি। ভারতে আমাদের সম্পত্তি পাসারগাদের পুঁজি হিসেবে ব্যবহার করা হতে পারে। তেহরানে যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়টি নিয়ে আলোচনা হয়।
গত আগস্টে ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলি চেগেনি বলেন, এশিয়ার দেশটিতে বাণিজ্যিক ব্যাংকিং কোর্স চালু করতে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) থেকে প্রয়োজনীয় সকল অনুমোদন সহ আরবিআই হচ্ছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক। সূত্র: ফিনানসিয়াল ট্রিবিউন।