রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

মিয়ামি চলচ্চিত্র উৎসবে যাচ্ছে ফারহাদির ‘অ্যা হিরো’

পোস্ট হয়েছে: আগস্ট ২৩, ২০২১ 

news-image

আমেরিকার মিয়ামি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ইরানি চলচ্চিত্র ‘অ্যা হিরো’। নির্মাতা আসগার ফারহাদির ছবিটি উৎসবের এবারের ৩৯তম পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবে।

আগামী নভেম্বরে মিয়ামি চলচ্চিত্র উৎসব জেমস এ ইরানি চলচ্চিত্রটি দেখানো হবে। ‘অ্যা হিরো’ তে রহিম নামে এক ব্যক্তির কাহিনি তুলে ধরা হয়েছে। ঋণ পরিশোধ করতে অপারগ হওয়ায় তাকে কারাবন্দি হতে হয়। ইরানি ছবিটির আমেরিকায় বিপণন অধিকার লাভ করেছে আমাজন স্টুডিওজ।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন আমির জাদিদি, মোহসেন তানাবান্দেহ, ফেরেশতে সাদর ওরাফাই ও সারিনা ফারহাদি প্রমুখ।

এরআগে ফ্রান্সের কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেয় ইরানি ছবি ‘অ্যা হিরো’। কানে ছবিটির প্রথম আন্তর্জাতিক প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।