মিয়ানমারে রোহিঙ্গা ইস্যুতে অবিলম্বে ব্যবস্থা নিন: জাতিসংঘকে ইরান
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১০, ২০১৭
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2017/09/4bn18316e64cd0v1h7_800C450-1.jpg)
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর সংঘবদ্ধ সহিংসতার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে লেখা এক চিঠিতে মিয়ানমারের মুসলমানদের ওপর দেশটির নিরাপত্তা বাহিনীর সংঘবদ্ধ সহিংসতার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন। জারিফ তার চিঠিতে বলেন, আন্তর্জাতিক সমাজ বিশেষ করে জাতিসংঘকে এ ব্যাপারে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার চিঠিতে আরো বলেন, “মিয়ানমারের দুর্বিসহ পরিস্থিতির ব্যাপারে আন্তর্জাতিক অঙ্গনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে সে ব্যাপারে জাতিসংঘ দ্রুততম সময়ের মধ্যে পদক্ষেপ নেবে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে বলে আমরা আশা করছি। ”
জাতিসংঘ মহাসচিবকে লেখা চিঠিতে জাওয়াদ জারিফ আরো বলেন, মিয়ানমারে এখনই রোহিঙ্গা মুসলমানদের ওপর সহিংসতা বন্ধ করা, দুর্গত মানুষদের জন্য মানবিক ত্রাণ পৌঁছে দেয়ার বিষয়টি নিশ্চিত করা এবং এই সংকটের একটি টেকসই সমাধান করা জরুরি হয়ে পড়েছে এবং এসব কাজে জাতিসংঘকে তড়িৎ পদক্ষেপ নিতে হবে। – পার্সটুডে।