বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

মিয়ানমারকে গণহত্যার বিষয়ে জবাবদিহি করতে হবে: মাকারেম শিরাজি

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৪, ২০১৭ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরাজি বলেছেন, মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের উচিত জরুরি বৈঠক ডেকে রোহিঙ্গা মুসলিম গণহত্যা বন্ধ করা। তিনি বুধবার পবিত্র নগরী কোমে এক ধর্মীয় বৈঠকে এ কথা বলেছেন।

আয়াতুল্লাহ মাকারেম শিরাজি আরও বলেছেন, মিয়ানমার সরকারের পক্ষ থেকে বিশ্বের আলেমদের কাছে রোহিঙ্গা মুসলিম গণহত্যার বিষয়ে জবাবদিহি করতে হবে। তিনি বলেন, দুঃখজনকভাবে রোহিঙ্গা গণহত্যার বিষয়ে মানবাধিকারের দাবিদার দেশ ও সংস্থাগুলো নিরব রয়েছে।

তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য মুসলিম দেশগুলোর পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একইসঙ্গে মিয়ানমার সরকারের ওপর অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ বৃদ্ধি করতে হবে।- পার্সটুডে।