মিষ্টি ও রুটি রপ্তানিতে ইরানের আয় ১৫২ মিলিয়ন ডলার
পোস্ট হয়েছে: আগস্ট ১৮, ২০২০
ইরানের শুল্ক প্রশাসনের মুখপাত্র সাইয়্যেদ রুহোল্লাহ লাতিফি জানিয়েছেন, চলতি ইরানি বছরের প্রথম চার মাসে (২০ মার্চ থেকে ২১ জুলাই) বিশ্বের ৫৬টির অধিক দেশে মিষ্টি ও রুটি রপ্তানি করে ইরান ১৫২ মিলিয়ন ডলারের অধিক অর্থ আয় করেছে।
বিশ্বে কনফেকশনারি ও চকলেট শিল্পের ক্ষেত্রে ইরানকে অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এবছরের প্রথম চার মাসে ইরান ৩৮টির অধিক দেশে ৫ কোটি ৮০ লাখ ৯ হাজার ১৪২ ডলার মূল্যের মিষ্টি ও চকলেট রপ্তানি করেছে।
এছাড়া ইরান থেকে একই সময়ে ৫৩টির বেশি দেশে ১ লাখ ৬ হাজার ৩৩৬টন রুটি, বিস্কিট, ওয়েফার ও অন্যান্য খাদ্যশস্য পণ্য রপ্তানি হয়েছে। যা থেকে দেশটির আয় হয়েছে ৯ কোটি ৪৮ লাখ ৮৩ হাজার ৪২১ মিলিয়ন মার্কিন ডলার। ইরাক, আফগানিস্তান ও পাকিস্তান ইরানি মিষ্টি ও রুটির প্রধান রপ্তানি গন্তব্য বলে জানান তিনি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।