বৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

মিশরে কম্পিউটার অলিম্পিয়াডে ৯ম ইরানি শিক্ষার্থীরা

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৯, ২০২৪ 

news-image

ইরানের শিক্ষার্থীরা মিশরে কম্পিউটার অলিম্পিয়াড ২০২৪-এ অসাধারণ সাফল্য দেখিয়েছে। একটি স্বর্ণ, দুটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ পদক জিতে ৯ম স্থান দখল করেছে দেশটির শিক্ষার্থীরা৷

ইরানি দল মিশরের বন্দর শহর আলেকজান্দ্রিয়ায় অনুষ্ঠিত ৩৬তম আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে (আইওআই ২০২৪) অংশ নেয়। ৯৬টি দেশের মধ্যে বৈজ্ঞানিক প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য দেখিয়ে ৯ম স্থান অর্জন করে ইরানি শিক্ষার্থীরা।

আমির আলি আসগারি স্বর্ণপদক এবং আমির হোসেন ফারখোন্দেহফার ও আমির রেজা দোরোস্তি রৌপ্যপদক জিতেছেন। প্রেসটিভি জানায়, পার্সা ফারাজপুর ব্রোঞ্জপদক জিতেছেন।

শিক্ষার্থীদের জন্য ভিসা প্রদানে বিলম্বের কারণে মিশর-আয়োজিত কম্পিউটার অলিম্পিয়াডে ইরানি দল ভার্চুয়াল ও অনলাইনে অংশগ্রহণ করে। সূত্র: মেহর নিউজ