শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

মিলেনিয়াম চলচ্চিত্র উৎসবে দুই ইরানি প্রামাণ্যচিত্র

পোস্ট হয়েছে: মার্চ ৮, ২০২০ 

news-image

বেলজিয়ামের মিলেনিয়াম প্রামাণ্য চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ইরানি চলচ্চিত্রকার সাম কালান্তারির প্রামাণ্যচিত্র ‘‘নো প্লেস ফর অ্যাঞ্জেলস’’ ও হিসাম ইসলামির ‘‘দ্যা ম্যারিজ প্রোজেক্ট’’। চলচ্চিত্রদ্বয় উৎসবের এবারের ১২তম আসরের প্রতদ্বন্দ্বিতা বিভাগে দেখানো হবে।

‘‘নো প্লেস ফর অ্যাঞ্জেলস’’ প্রামাণ্যচিত্র নির্মাণ করা হয়েছে ইরানের জাতীয় নারী হকি দলকে নিয়ে। ছবিটিতে তারা যে জটিল সমস্যার পথ মাড়িয়ে দক্ষিণ কোরিয়ায় এশীয় প্রতিযোগিতায় অংশ নেন তা তুলে ধরা হয়েছে।
 
চলচ্চিত্রটি গত বছরের ডিসেম্বরে ইরানের বড় প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ১৩তম সিনেমা ভেরাইটে যৌথভাবে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড লাভ করে। ডাচ চলচ্চিত্র নির্মাতা টন ভ্যান জাংটোভার্ট এর ‘‘শিপ হিরোর’’ সাথে পুরস্কারটি লাভ করে।

‘‘দ্যা ম্যারিজ প্রোজেক্ট’’ মানসিক হাসপাতালের একটি প্রকল্প নিয়ে তৈরি করা হয়েছে। প্রকল্পটিতে রোগীদের একে অপরের সাথে সম্পর্ক গড়া তোলা, বিবাহে আবদ্ধ হওয়া ও পরিবার হিসেবে বসবাসের প্রতি উৎসাহিত করা হয়।  

দ্বাদশ মিলেনিয়াম প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ব্রাসেলসে ২৭ মার্চ শুরু হয়ে শেষ হবে ৪ এপ্রিল। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের ৮০টি প্রামাণ্যচিত্র উৎসবের বিভিন্ন বিভাগে দেখানো হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।