মিলানো স্পোর্টস ফিল্ম ফেস্টে পুরস্কার জিতেছে ইরানের ‘লালেহ’
পোস্ট হয়েছে: নভেম্বর ১৫, ২০২৩

লস এঞ্জেলেস-ভিত্তিক ইরানি চলচ্চিত্র নির্মাতা আসাদুল্লাহ নিকনেজাদের ‘লালেহ’ মিলানো ইন্টারন্যাশনাল এফআইসিটিএস ফেস্টের ৪০তম আসরে এফআইসিটিএস পুরস্কার জিতেছে। ক্রীড়া চলচ্চিত্র এবং টিভি ইভেন্টটি ইতালির মিলানে ৭ থেকে ১১ নভেম্বর অনুষ্ঠিত হয়।
চলচ্চিত্রটিতে প্রথম নারী ইরানি রেস কার চালক লালেহ সেদ্দিকের সত্য গল্প তুলে ধরা হয়েছে। তিনি রেসিং কারের স্বপ্ন পূরণে লিঙ্গ নিয়ম এবং সামাজিক প্রত্যাশাকে ছাপিয়ে নানা প্রতিবন্ধকতাকে জয় করে এগিয়ে যান। সূত্র: তেহরান টাইমস