শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

মিনিমালেন উৎসবে সেরা চলচ্চিত্রের সম্মাননা পেল ‘এক্লিপস’

পোস্ট হয়েছে: জানুয়ারি ১৯, ২০২২ 

news-image

রাহা আমিরফাজলি পরিচালিত ইরানি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এক্লিপস’ নরওয়েতে অনুষ্ঠিত মিনিমালেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের ৩৪তম আসরে সেরা চলচ্চিত্রের জন্য সম্মানসূচক ডিপ্লোমা লাভ করেছে।রাহা আমিরফাজলি, আলিরেজা ঘাসেমি পরিচালিত সিনেমাটি ১১ থেকে ১৬ জানুয়ারি অনুষ্ঠিত মিনিমালেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের জন্য এই সম্মানসূচক ডিপ্লোমা পেয়েছে।‘এক্লিপস’ এ অভিনয়ে রয়েছেন ফারাজ মোদিরি, পেমান নাইমি, অনিতা বাঘেরি, পানিজ ইসমাইলি, খোরশিদ চেরাঘিপুর। স্বল্পদৈর্ঘ্যটি এর আগে ফ্রান্সের কোট কোর্ট উৎসবের ৩০তম সংস্করণ, ইতালির ফিগারি ফিল্ম ফেস্ট, ফ্রান্সের গ্রেনোবলের ৪৩তম আউটডোর শর্ট ফিল্ম ফেস্টিভাল এবং এলএ শর্টস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে অংশ নেয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।