মিউনিখে ইরানি আলোকচিত্রীর প্রথম পুরস্কার জয়
পোস্ট হয়েছে: অক্টোবর ২৯, ২০২০
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2020/10/3586891.jpg)
কোভিড-১৯ মহামারিকালীন সাংস্কৃতিক শাটডাউনের ওপর আয়োজিত ফটো প্রতিযোগিতায় প্রথম পুরস্কার লাভ করেছে ইরানি আলোকচিত্রী আলি হাদ্দাদি ও জোহরেহ সালিমি। তাদের সংগৃহীত ১২টি ফটো প্রতিযোগিতায় শীর্ষ স্থান দখল করে।
‘‘কালচারাল শাটডাউন: সোশ্যাল ডিস্টেন্সিং অ্যান্ড এমপেটি স্পেস’’ শীর্ষক এই আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করে জার্মানির বাভারিয়ার মিউনিখের সাবেক ফ্যাক্টরি প্যাসিঞ্জার ফ্যাবরিক। স্থানটি এখন সাংস্কৃতিক কেন্দ্র ও ইভেন্ট ভেন্যু হিসেবে ব্যবহার করা হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য জমা পড়া ছবিগুলো থেকে বাছাইকৃত সব ফটো ২৩ অক্টোবর থেকে সাংস্কৃতিক কেন্দ্রটিতে প্রদর্শন শুরু হয়। প্রদর্শনী চলবে ২৯ নভেম্বর পর্যন্ত।
ফটো প্রদর্শনীর কিউরেটর হচ্ছেন থোমাস লিনসমায়ার ও স্টেফ্যান-মারিয়া মিটেনডোরফ। সূত্র: তেহরান টাইমস।