মায়ের মমতায় টিউলিপের গালিচা
পোস্ট হয়েছে: এপ্রিল ২৬, ২০১৭

মায়ের টিউলিপ ফুলের প্রতি ছিল অগাধ ভালবাসা। সেই ভালবাসার কথা স্মরণ করে ইরানের রাজধানী তেহরানের উত্তরপশ্চিমাঞ্চলের জেলা শহর শাহরাকেই-কোদস’এর জারাফশান সড়কের পাশে ১ লাখ ২০ হাজার টিউলিপের গালিচা বিছিয়ে দিয়েছেন হোউমান আরদেবিলি। তার মা টিউলিপ খুব ভালবাসতেন। মায়ের স্মরণে নিজের খরচে রাস্তার পাশে টিউলিপের এমন লক্ষাধিক ফুঁটে ওঠা প্রাণবন্ত হাসি যেন তার মায়ের প্রতি মমতাকেই স্মরণ করিয়ে দিচ্ছে। আর এবার দিয়ে চতুর্থবারের মত তিনি টিউলিপের এ মিলন মেলার আয়োজন করলেন।
এমনিতে জারাফসান এলাকায় দেশি ও বিদেশি পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। আরদেবিলি জানান, আমি আমার মায়ের স্মৃতি মনে করেই টিউলিপ ফুলের পরিচর্যা করি। তিনি বাগান করতে ও টিউলিপ ফুল খুব ভালবাসতেন। আর এ সড়ক দিয়ে প্রতিদিন অন্তত ১৫’শ থেকে ২ হাজার মানুষ চলাচল করে। তারা যেমন টিউলিপের এসব সারি দেখে মুগ্ধ হন তেমনি অনেকে এমন বাগান করতে আগ্রহী হবেন।
সূত্র: ফিনান্সিয়াল ট্রিবিউন