শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

মাস্কটে শুরু হচ্ছে ইরানি চলচ্চিত্র উৎসব

পোস্ট হয়েছে: মার্চ ৬, ২০২২ 

news-image

ওমানের রাজধানী মাস্কটে ৭ থেকে ৯ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ইরানি চলচ্চিত্র উৎসব। ওমান ফিল্ম সোসাইটিতে এই উৎসব অনুষ্ঠিত হবে। মোহাম্মদ বোজোর্নিয়া পরিচালিত “দ্য মেরিটাইম সিল্ক রোড” এবং হোমায়ুন আসাদিয়ানের “কপার অ্যান্ড গোল্ড” সহ পাঁচটি ইরানি চলচ্চিত্র উৎসবে দেখানো হবে।“দ্য মেরিটাইম সিল্ক রোড” তৈরি করা হয়েছে সোলেমান সিরাফকে নিয়ে। ঐতিহাসিক নথি অনুযায়ী, তিনি ভারত মহাসাগর পাড়ি দিয়ে চীনে যাওয়ার প্রথম নাবিক ছিলেন। তার রুটটিকে পরে মেরিটাইম সিল্ক রোড বলা হয় এবং অনেক বণিক চীনে তাদের পণ্যসামগ্রী পাঠানোর জন্য সেই পথটি অনুসরণ করেন।“কপার অ্যান্ড গোল্ড” সাইয়্যেদ রেজার গল্প নিয়ে তৈরি। তিনি একজন মোল্লা, তার অসুস্থ স্ত্রী জাহরা এবং তাদের সন্তানদের যত্ন নিতে সংগ্রাম করছেন। চলচ্চিত্রটিতে একজন ইরানি মুসলিম ধর্মগুরুর একটি মানবিক মুখ তুলে ধরেছে। একই সাথে একজন ভালো বাবা এবং একজন ভালো স্বামীর চরিত্র তুলে ধরা হয়েছে। সূত্র: তেহরান টাইমস