মাসে ৫০ লাখ করোনা পরীক্ষার কিট উৎপাদন করছে ইরান
পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৮, ২০২০

ইরানের পাঁচটি বিজ্ঞানভিত্তিক কোম্পানি সর্বাত্মক চেষ্টা চালিয়ে মাসে ৫০ লাখ করে করোনা ভাইরাস শনাক্তের কিট উৎপাদন করছে। দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্সির জৈবপ্রযুক্তি উন্নয়ন সদরদপ্তরের সচিব মোস্তাফা কানেই এই তথ্য জানান।
তিনি জানান, মহামারির শুরু থেকেই ইরানি কোম্পানিগুলো করোনা ভাইরাস সংশ্লিষ্ট বিভিন্ন ওষুধ উৎপাদন করছে। দেশের বিজ্ঞানভিত্তিক কোম্পানিগুলো বর্তমানে মাসে ৫০ লাখ কোভিড-১৯ পরীক্ষার কিট উৎপাদন করতে সক্ষম।
কানেই আরও বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান জৈবপ্রযুক্তি ও টিকা উৎপাদনে পশ্চিম এশিয়ায় প্রথম অবস্থান এবং এশিয়ায় শীর্ষ পাঁচ জৈবপ্রযুক্তি পণ্য উৎপাদনকারী দেশের মধ্যে রয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।