মাসে ১০ লাখ ডোজ টিকা উৎপাদন করবে ‘কোভ পার্স’
পোস্ট হয়েছে: আগস্ট ২, ২০২১

ইরানের দেশীয়ভাবে তৈরি ‘রাজি কোভ পার্স’ ভ্যাকসিনের ১০ লাখ ডোজ উৎপাদন করা হবে প্রতি মাসে। ফারসি বছরে ষষ্ঠতম মাস শাহরিভার থেকে (আগস্ট) এই উৎপাদন শুরু হবে। রাজি ভ্যাকসিন ও সেরাম রিসার্চ ইন্সটিটিউটের উপপ্রধান মোহাম্মাদ হাসান ফাল্লাহ মেহরাবাদি এই তথ্য জানান।
রাজি কোভ পার্স হচ্ছে ইরানের দেশীয়ভাবে তৈরি দ্বিতীয় ভ্যাকসিন যার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয় ২৭ ফেব্রুয়ারি। টিকাটি যৌথভাবে উৎপাদন করছে রাজি ভ্যাকসিন ও সেরাম রিসার্চ ইন্সটিটিউট। প্রোটেইন-ভিত্তিক টিকাটি মোট তিন ডোজের।
রাজি ভ্যাকসিনের প্রথম দুই ডোজ শরীরে প্রয়োগ করা হয়। আর শেষ ডোজ ইনহেলারের মাধ্যমে দেওয়া হয়। প্রথম ডোজ দেওয়ার ২১ দিন পর দ্বিতীয় ডোজ এবং দ্বিতীয় ডোজের ৫১ দিন পর তৃতীয় ডোজ দেওয়া হয়। সূত্র: তেহরান টাইমস।