শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

মাশহাদ মুসলিম বিশ্বের সাংস্কৃতিক রাজধানী

পোস্ট হয়েছে: জানুয়ারি ২৫, ২০১৭ 

news-image

ইরানের ঐতিহ্যবাহী নগরি মাশহাদ এবছর মুসলিম বিশ্বের সাংস্কৃতিক রাজধানী হিসেবে স্বীকৃতি পেয়েছে। ইসলামিক এডুকেশনাল, সাইন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন প্রতি বছর ইসলামী দেশগুলোর তিনটি নগরীকে এশিয়া, আরব ও আফ্রিকা অঞ্চল থেকে এধরনের স্বীকৃতি দিয়ে থাকে। সে হিসেবে এবছর মাশহাদ এ স্বীকৃতি অর্জন করেছে।

৫১টি দেশের আড়াইশ সাংস্কৃতিক ব্যক্তিত্ব মঙ্গলবার মাশহাদে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন। ইরানের সংস্কৃতি ও ইসলামিক গাইডেন্স মন্ত্রী রেজা সালেহী আমিরি জানান মাশহাদ শহর ইসলামি চিন্তাবিদ, বুদ্ধিজীবী ও কৃতি শিল্পীদের প্রাণকেন্দ্র হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এক ধর্মগ্রন্ত ও এক নবীর ওপর নির্ভরশীল ধর্মীয়তত্ত্বের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

তিনি বলেন, বিশ্বে ইসলামের অভিন্ন শত্রুরাই সন্ত্রাসের সঙ্গে ইসলামকে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। এধরনের ষড়যন্ত্রের পেছনে ইসরায়েল জড়িত বলেও তিনি হুঁশিয়ার করে দেন। সূত্র: প্রেস টিভি