রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

মাশহাদে চিকিৎসা পর্যটন থেকে আয় বেড়েছে আড়াই গুণ

পোস্ট হয়েছে: জানুয়ারি ২১, ২০২৪ 

news-image
ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে চিকিৎসা পর্যটন থেকে রাজস্ব আয় আড়াই গুণ বেড়েছে। বার্তা সংস্থা ইসনাকে দেওয়া এক সাক্ষাতকারে মাশহাদ ইউনিভার্সিটি অফ মেডিক্যাল সায়েন্সের মেডিকেল ট্যুরিজম বিভাগের সভাপতি দাউদ খোশ-শেকান এই তথ্য জানান।
তিনি বলেন, চলতি ফারসি বছরের প্রথম নয় মাসে মাশহাদে চিকিৎসা পর্যটনের আয় গত বছরের একই সময়ের তুলনায় আড়াই গুণ বেড়েছে।
খোশ-শেকান মঙ্গলবার আরও জানান, বিদেশ থেকে আসা ৫১ হাজার ৩৭৪ জন রোগী এই সময়ের মধ্যে মাশহাদে চিকিৎসা সেবা নিয়েছেন। গত বছরের একই সময়ের তুলনায় (১৪০১) উল্লেখযোগ্যভাবে ১৭ শতাংশ মেডিকেল পর্যটক বেড়েছে।
তিনি বলেন, মাশহাদে চিকিৎসা পর্যটনের সবচে ভালো ঋতু সাধারণত গ্রীষ্ম ও শীতকাল। নিঃসন্দেহে, নওরোজ ছুটির সময় স্বাস্থ্য পর্যটকদের আগমনে উল্লেখযোগ্য প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। সূত্র: তেহরান টাইমস