মালয়েশিয়া থেকে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রেসিডেন্ট রুহানি
পোস্ট হয়েছে: অক্টোবর ৯, ২০১৬

দক্ষিণ-পূর্ব এশিয়ার তিনটি দেশ সফরের শেষ পর্যায়ে মালয়েশিয়া থেকে থাইল্যান্ডে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। ব্যাংককের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং এশিয়ার দেশগুলোর মধ্যে মহাদেশ-ভিত্তিক সহযোগিতার ভিত্তি তৈরি করার উপায় নিয়ে আলোচনা করার জন্য এ সফর করছেন তিনি।
শনিবার রাতে ব্যাংককে পৌঁছার আগে প্রেসিডেন্ট রুহানি মালয়েশিয়া ও ভিয়েতনাম সফর করে সেসব দেশের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেছেন। থাই রাজার উপদেষ্টা, দেশটির প্রাকৃতিক সম্পদ ও পরিবেশমন্ত্রী এবং ব্যাংককে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত বিমানবন্দরে প্রেসিডেন্টকে স্বাগত জানান।
এ ছাড়া, থাইল্যান্ডের রীতি অনুযায়ী, রোববার ভাইস প্রেসিডেন্টের প্রাসাদে প্রেসিডেন্ট রুহানিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে।
দক্ষিণ-পূর্ব এশিয়া সফরে প্রেসিডেন্ট রুহানির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফসহ আরো কয়েকজন মন্ত্রীর পাশাপাশি একটি শক্তিশালী বাণিজ্যিক প্রতিনিধিদল রয়েছে। সূত্র: পার্সটুডে