রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

মালয়েশিয়ায় ইসলামি ক্যালিগ্রাফি উৎসব

পোস্ট হয়েছে: জুন ১৭, ২০১৭ 

news-image

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ইসলামিক আর্টস মিউজিয়ামের আয়োজনে শুরু হয়েছে ইসলামি ক্যালিগ্রাফি উৎসব। গত বুধবার উৎসব শুরু হয়ে চলবে ২৩ জুন পর্যন্ত। যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে ইলামিক আর্টস মিউজিয়াম ও কুয়ালালামপুরে অবস্থিত ইরানি দূতাবাস।

সংবাদ সংস্থা ইরনার খবরে বলা হয়, উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ইরানি রাষ্ট্রদূত মারজিয়েহ আফখাম উপস্থিত ছিলেন। এছাড়া এতে ইরানি ক্যালিগ্রাফি মাস্টার ও সাহিত্য গবেষক হামিদ রেজা কেলিচখানি (৪৯) সহ ইরান ও মালয়েশিয়ার কুর’আন ক্যালিগ্রাফিরা উপস্থিত ছিলেন।

ইসলামি ক্যালিগ্রাফি উৎসবে থাকছে বক্তৃতা ও প্রশিক্ষণ কর্মশালা। এতে ক্যালিগ্রাফির নাস্তালিক স্ক্রিপ্ট, ক্যালিগ্রাফি অঙ্কন ও ইরানি ক্ষুদ্র চিত্রকর্মের ওপর প্রশিক্ষণ দেয়া হবে। সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন।