শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

মালবাহী ওয়াগন নির্মাণে সম্পূর্ণ স্বনির্ভর ইরান

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১০, ২০২০ 

news-image

মালবাহী ওয়াগন উৎপাদনে সম্পূর্ণ স্বনির্ভরশীলতা অর্জন করেছে ইরানের রেলওয়ে শিল্প। ইসলামি প্রজাতন্ত্র ইরানের রেলওয়ে (যা আরএআই নামে পরিচিত) প্রধান সাইদ রাসুলি এই তথ্য জানান।

মঙ্গলবার দেশীয়ভাবে তৈরি ওয়াগন ব্রেক সিস্টেম এবং রেল চাকার উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, আরএআই মালবাহী ওয়াগনের জন্য ৫০০টি মনোব্লক চাকা ও ৫০০টি ব্রেক সিস্টেম ক্রয়ের জন্য দেশীয় উৎপাদনকারীদের সাথে একটি চুক্তি সই করতে যাচ্ছে।

ইরানি এই কর্মকর্তা বলেন, এবছর প্রথমবারের মতো দেশীয়ভাবে তৈরি চাকা জাতীয় রেলে যুক্ত হচ্ছে। সূত্র: তেহরান টাইমস।