মার্কিন সিনেকুয়েস্ট উৎসবে দেখানো হবে ইরানি স্বল্পদৈর্ঘ্য
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৪, ২০২২
আব্বাস গাজালি পরিচালিত ইরানি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “স্মাইল অব দ্য মাস্ক” মার্কিন সিনেকুয়েস্ট চলচ্চিত্র উৎসবে দেখানোর কথা রয়েছে।
গাজালি পরিচালিত তৃতীয় শর্ট ফিল্ম ‘স্মাইল অব দ্য মাস্ক’ অ্যাসিড স্প্রে করার তিক্ত সামাজিক সমস্যা এবং শিকারের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা হাসি নিয়ে তৈরি করা হয়েছে। সিনেকুয়েস্ট ফিল্ম অ্যান্ড ক্রিয়েটিভিটি ফেস্টিভাল হচ্ছে একটি বার্ষিক স্বতন্ত্র চলচ্চিত্র উৎসব। প্রতি বছরের মার্চে ক্যালিফোর্নিয়ার সান জোসে এবং রেডউড সিটিতে উৎসবটি অনুষ্ঠিত হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।