বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

মার্কিন লাভ চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী ছবি ইরানের ‘ওয়েটলেসনেস’

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৩, ২০২০ 

news-image

চলচ্চিত্রকার মেহদি ফারদ কাদেরি পরিচালিত ইরানি ফিচার ‘‘ওয়েটলেসনেস’’ দিয়ে উদ্বোধন করা হবে আমেরিকায় আনুষ্ঠিতব্য লাভ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে (এফআইএফএফ)। উৎসবের এবারের চতুর্থ পর্ব উদ্বোধনের জন্য ছবিটিকে মনোনীত করেছেন আয়োজকরা।

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে চতুর্থ লাভ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালের মূল প্রতিদ্বন্দ্বিতা বিভাগে ‘‘ওয়েটলেসনেস’’ প্রতিযোগিতা করবে। এ নিয়ে ষষ্ঠ আন্তর্জাতিক প্রদর্শনী উপভোগ করবে ইরানি ফিচারটি।

চলচ্চিত্রটি একজন বরের গুমের ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। জমকালো এক ম্যানসনে বিবাহ অভ্যর্থনা দেওয়ার পরদিন তিনি গুম হয়ে যান। বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ ছাড়াই আসেন বরের মা, বোন ও তার প্রেমিকা। তার গুমের পেছনে তাদেরকে সন্দেহ করা হয়। পরের দিন মহিলারা একে অপরকে এই পরিস্থিতির জন্য দায়ী করতে থাকে। এ নিয়ে তাদের সম্পর্কে টানাপড়েন দেখা দেয়।

চতুর্থ লাভ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ১৬ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।