বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

মার্কিন ফিল্ম ফেস্টিভালে ইরানি ছবির অ্যাওয়ার্ড জয়  

পোস্ট হয়েছে: জুলাই ১৪, ২০২১ 

news-image
মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দি বেস্ট পাবলিক এডুকেশন ভ্যালু অ্যাওয়ার্ড  পেয়েছে আমির-আলি মিরদারিকভান্দ পরিচালিত ইরানি ছবি ‘স্ফুমাতো’। যুক্তরাষ্ট্রের অরেগনে এ চলচ্চিত্র উৎসবের আয়োজন হয়। ইরানের একটি আধুনিক গ্রামীণ পরিবারের দুই কিশোরের ওপর ভিত্তি করে চলচ্চিত্রটি নির্মিত। ফাতেমা তার পরিবারকে প্রতিদিন অনেক সাহায্য করেন। এবং তা করতে যেয়ে বিভিন্ন ধরনের জটিল পরিস্থিতিতে পড়তে হয় ফাতেমাকে। বিভিন্ন বাধা ডিঙ্গিয়ে যেতে হয়। সমাজে কন্যা শিশু হওয়ার বিড়ম্বনা সইতে সইতে কিভাবে নিরন্তর সংগ্রামের ভেতর দিয়ে এগিয়ে যাওয়া যায় তারই গল্প উঠে এসেছে চলচ্চিত্রটিতে। ইরানি সমাজের নারীর ভূমিকা ও গতিশীল একটি পরিবারের সংস্কৃতি ফুটিয়ে তুলেছেন চলচ্চিত্রকার। কিভাবে উত্তরাধিকারসূত্রে পাওয়া বিভিন্ন বিধি নিষেধ অমান্য করে ফাতেমাকে মটরসাইকেল চালাতে দেন তার পরিবার এবং তার লাইসেন্স জোগা করতে যেয়ে যে ঝক্কি ঝামেলা পোহাতে হয় তাও তুলে ধরা হয়েছে চলচ্চিত্রে। তেহরান টাইমস