মার্কিন নৌবাহিনীর পঞ্চম ঘাঁটির ছবি ছাড়ল ইরানি স্যাটেলাইট
পোস্ট হয়েছে: মে ১২, ২০২২
সম্প্রতি বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম ঘাঁটির একটি নতুন ছবি প্রকাশ করেছে ইরানি স্যাটেলাইট। ছবিটি তুলেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) অ্যারোস্পেস উৎক্ষেপিত ‘নুর-২’ স্যাটেলাইট।
ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রী ইসা জারেপুর ‘নুর-২’ স্যাটেলাইটের তোলা প্রথম রঙিন ভিডিও প্রকাশ করেন। আইআরজিসি অ্যারোস্পেস এর স্যাটেলাইট দিয়ে নতুন ছবিটি ভূমি থেকে ৫০০ কিলোমিটার দূর থেকে তোলা হয়েছে। প্রকাশিত ছবিতে বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম ঘাঁটি দেখা যাচ্ছে। সূত্র: মেহর নিউজ