মার্কিন নিষেধাজ্ঞা সত্বেও পূর্ণাঙ্গ মহাকাশ প্রযুক্তি সাইকেল অর্জন ইরানের
পোস্ট হয়েছে: জুন ২, ২০২০

মার্কিন নিষেধাজ্ঞা সত্বেও আন্তর্জাতিক অঙ্গনে পূর্ণাঙ্গ মহাকাশ প্রযুক্তি সাইকেল অর্জন করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। রোববার ইরানের মহাকাশ সংস্থার (আইএসএ) প্রধান মোরতেজা বারারি এই তথ্য জানান।
তিনি বলেন, মার্কিন সরকার সাম্প্রতিক বছরগুলোতে ইরানের শান্তিপূর্ণ মহাকাশ কর্মসূচি নস্যাৎ করতে তাদের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবে ইরানের মহাকাশ কর্মসূচিকে সংযুক্তকরণে বাধা সৃষ্টি করে। যদিও এদের একটির আরেকটির সাথে সম্পর্ক নেই।
মোরতেজা বলেন, ইরানে স্যাটেলাইট ও স্যাটেলাইট লঞ্চারের ক্ষেত্রে বিশেষায়িত সব কার্যক্রম একটি আরেকটি থেকে আলাদা করা হয়েছে। যোগাযোগ ও তথ্য প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের অধীনস্থ ইরান মহাকাশ সংস্থা স্যাটেলাইট সংশ্লিষ্ট ক্ষেত্রে মহাকাশ কার্যক্রমের জন্য প্রধান দায়বদ্ধ প্রতিষ্ঠান।
আইসিটি উপমন্ত্রী তার মন্তব্যে বলেন, ইরানি মহাকাশ সংস্থা বৈশ্বিক কর্মকাণ্ডে আগ্রহী। এজন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে সংস্থাটির সক্রিয় উপস্থিতি রয়েছে। দৃষ্টান্তস্বরূপ ইসলামি প্রজাতন্ত্র ইরানকে মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহার বিষয়ক জাতিসংঘের কমিটির (সিওপিইউওএস) প্রাতিষ্ঠাতা সদস্য হিসেবে বিবেচনা করা হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।