মার্কিন চলচ্চিত্র উৎসবে ইরানের ১৯ ছবি
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৩, ২০২১

আমেরিকায় টাউস শর্টজ চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ইরানি চলচ্চিত্র নির্মাতাদের তৈরি ১৯টি ছবি।
করোনাভাইরাস মহামারির কারণে উৎসবটির ২০২০ সালের পর্ব অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় এবং উৎসবটি এ পর্যন্ত আয়োজন করা হয়নি। এমতাবস্থায় আয়োজকরা টাউস শর্টজ চলচ্চিত্র উৎসবের ১৪তম ও ১৫তম পর্ব সমন্বিতভাবে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন। যা অনলাইনে অনুষ্ঠিত হবে।
নিউ ম্যাক্সিকোতে ২২দিন ব্যাপী টাউস শর্টজ চলচ্চিত্র উৎসব ১৯ মার্চ থেকে শুরু হবে। দীর্ঘ দিন ধরে অনুষ্ঠিতব্য এই উৎসবে ইরানের ১৯টি চলচ্চিত্র দেখানো হবে। সূত্র: তেহরান টাইমস।