বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

মার্কিন উৎসবে সেরা ফিচার ছবির অ্যাওয়ার্ড জিতলো ‘আনটাইমলি’

পোস্ট হয়েছে: এপ্রিল ২৬, ২০২০ 

news-image

আমেরিকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ডালাস ভিয়োফেস্ট অলটারনেটিভ ফিকশনে সেরা ফিচার ছবির অ্যাওয়ার্ড জিতেছে ইরানি ফিচার ‘আনটাইমলি’। চলচ্চিত্রকার পুয়া ইশতেহারদি পরিচালিত ছবিটি উৎসবের এবারের আসরে ‘বেস্ট ফার্স্ট ফিচার’ অ্যাওয়ার্ড লাভ করেছে।

‘আনটাইমলি’ চলচ্চিত্রটিতে হামিন নামে ইরানি এক তরুণ সেনা সদস্যের গল্প তুলে ধরা হয়েছে। যিনি ইরান-পাকিস্তান সীমান্তরেখায় একটি ওয়াচটাওয়ারে সামরিক দায়িত্ব পালন করেন। ওয়াচটাওয়ারের ওপর থেকে হামিন বিগত বছরগুলো পর্যালোচনা করে দেখেন। শৈশবকালে তার ও তার বোনের সাথে ঘটে যাওয়া নানা ঘটনাবলী নিয়ে কল্পনা করেন।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ইমান আফশার, শায়ান আফশার, আইয়ুব আফশার, মাহসা নরুয়ি, আভা আজারপিরা ও মোল্লাবাখশ রায়েসি প্রমুখ অভিনেতা।

এরআগে ইরানি ফিচারটি আমেরিকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কানসাস সিটি ফাইল চলচ্চিত্র উৎসবে ‘বেস্ট ওয়ার্ল্ড সিনেমা ফিচার’ অ্যাওয়ার্ড লাভ করে।

এছাড়াও ইরানি ফিচারটি আমেরিকায় অনুষ্ঠিতব্য ৬৮তম কলাম্বাস ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন ফেস্টিভ্যালে দেখানো হবে। চলচ্চিত্রটি এরআগে পঞ্চম টোকিও স্বতন্ত্র চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক ও সেরা সিনেমাটোগ্রাফি অ্যাওয়ার্ড লাভ করে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।