মার্কিন উৎসবে সেরা চলচ্চিত্র ‘সাইলেন্সড ট্রি’
পোস্ট হয়েছে: আগস্ট ২৪, ২০২২
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2022/08/4256694.jpg)
ফয়সাল সোয়সাল পরিচালিত এবং আলী নুরি ওস্কুই প্রযোজিত ‘সাইলেন্সড ট্রি’ হ্যামিলটন নিউইয়র্ক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে।
মার্কিন চলচ্চিত্র উৎসব থেকে ছবিটি পঞ্চম পুরস্কার লাভ করল। ফয়সালের চলচ্চিত্রটি বিদেশি উৎসব থেকে এ পর্যন্ত মোট ১৮টি পুরস্কার জিতেছে। তুরস্কে চিত্রায়িত ‘সাইলেন্সড ট্রি’তে একজন সাহিত্য শিক্ষকের গল্প তুলে ধরা হয়েছে। তিনি তার অতীতকে ধরে রাখতে অসহায়ভাবে চেষ্টা করেন। তার ভেঙে যাওয়া বিয়ে, অসুস্থ বৃদ্ধা মা, একটি ক্ষয়প্রাপ্ত আখরোট গাছ এবং বাবার স্মৃতি নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। ছবিটি ইরানের ফারাবি সিনেমা ফাউন্ডেশন, টিআরটি তুরস্কের চলচ্চিত্র বিভাগ এবং তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় যৌথ প্রযোজনা করেছে। সূত্র: মেহর নিউজ।