শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

মার্কিন উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলো ইরানের আসায়েশ

পোস্ট হয়েছে: অক্টোবর ১০, ২০২১ 

news-image

আমেরিকায় অ্যানুয়াল উইন্টার ফিল্ম অ্যাওয়ার্ডস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ইরানি অভিনেত্রী ভিশকা আসায়েশ। চলচ্চিত্রকার কাজেম মোলায়েই পরিচালিত ইরানি ফিচার চলচ্চিত্র ‘দ্যা ব্যাজার’ মার্কিন এই উৎসবের এবারের দশম আসরে ইনডিপেক্স (সেরা স্বতন্ত্র চলচ্চিত্র) জিতেছে। ছবিটির অভিনেত্রী জিতেছেন সেরা অভিনেত্রীর পুরস্কার।

আসায়েশ এর আগে ‘দ্যা ব্যাজারে’ অভিনয়ের জন্য ১৯তম রিভারসাইড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন এবং ১১তম কুইন্স ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর জন্য মনোনয়ন লাভ করেন।

‘দ্যা বাজার’ গত বছর ২৩তম শাঙহাই চলচ্চিত্র উৎসবে প্রথম দেখানো হয়। চলচ্চিত্রটি এপর্যন্ত ৪৫টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে ১৭টি অ্যাওয়ার্ড জিতেছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।