শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

মার্কিন উৎসবে লড়বে ইরানি শর্ট  ‘অন দ্য বিচ’

পোস্ট হয়েছে: মে ২৫, ২০২২ 

news-image

আমেরিকার ম্যানহাটন চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ইরানি চলচ্চিত্রকার আবোলহাসান কিভানের ইরানি শর্ট ফিল্ম ‘অন দ্য বিচ’। হোনার অনলাইন সোমবার এই খবর জানিয়েছে।ছবিটিতে এক যুবকের গল্প তুলে ধরা হয়েছে। তার বাগদত্তা বিদেশে পাড়ি জমায়। ওই যুবক কয়েকদিন ধরে সমুদ্র সৈকতে তার জন্য অপেক্ষা করে। তার ভাই প্রতিদিন তাকে দেখতে আসে, খাবার ও পানি নিয়ে আসে। মাঝে মাঝে তার অবস্থার জন্য তাকে দায়ী করে।ম্যানহাটন চলচ্চিত্র উৎসব ৯ থেকে ২৩ জুন নিউইয়র্কে অনুষ্ঠিত হবে। সূত্র: তেহরান টাইমস।