মার্কিন উৎসবে লড়বে ইরানি ছবি ‘দ্যা ক্যাটস’
পোস্ট হয়েছে: আগস্ট ৩, ২০২১

আমেরিকার ফ্লিকার্স রোড আইল্যান্ড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ইরানি ছবি ‘দ্যা ক্যাটস’। স্বল্পদৈর্ঘ্যটি লেখা, প্রযোজনা ও পরিচালনার কাজ করেছেন নির্মাতা মোহাম্মাদ রাসুলি।
ইরানি স্বল্পদৈর্ঘ্যটিতে একাকী একটি মেয়ের গল্প তুলে ধরা হয়েছে। আবেগী এক সম্পর্ক থেকে তার ছাড়াছাড়ি হয়। এমত অবস্থায় করোনাভাইরাস মহামারিকালীন সে তার দুটি বিড়ালের সাথে কোয়ারেন্টাইনে সময় কাটায়।
২৫ বছরের পুরনো ফ্লিকার্স রোড আইল্যান্ড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আরআইআইএফএফ) ৯ থেকে ১৫ আগস্ট অনুষ্ঠিত হবে। ‘বি আবান’ ও ‘এক্লিপস’ নামে আরও দুই ইরানি ছবি এতে দেখানো হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।