শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

মার্কিন উৎসবে পুরস্কার জয় ৪ ইরানি চলচ্চিত্রের

পোস্ট হয়েছে: জুন ১১, ২০২৪ 

news-image

শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লা জোলায় অনুষ্ঠিত অ্যাকোলেড গ্লোবাল ফিল্ম কম্পিটিশনের ২০তম আসরে চারটি ইরানি শর্ট ফিল্ম পুরস্কার জিতেছে।

মার্কিন এই উৎসবে সাইদ মোলতাজির “মেসেজ” এবং মেহেদি আরহামির “আনটিল মিনা” মেরিট পুরস্কার জিতেছে। অন্যদিকে গেলরে আব্বাসির “হোমা” এবং মোহাম্মদ কাজেমজাদে মোজদেহির “দ্য বার্থ অব অ্যা গার্ল” সম্মানজনক মেনশন লাভ করেছে।

অ্যাকোলেড গ্লোবাল ফিল্ম কম্পিটিশন প্রিমিয়ার ভার্চুয়াল চলচ্চিত্র প্রতিযোগিতা হিসেবে পরিণত হয়েছে। উৎসবে শীর্ষ-স্তরের কোম্পানি এবং উদীয়মান প্রতিভা গুলো সমবেত হয়। সূত্র- তেহরান টাইমস