সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

মার্কিন উৎসবে দেখানো হবে ‘লেফ্ট হ্যান্ডেড’

পোস্ট হয়েছে: মে ৯, ২০২৩ 

news-image

আন্তর্জাতিক মিশনের অংশ হিসেবে এবার আমেরিকার ওকলাহোমায় অনুষ্ঠিতব্য ডেডসেনার ফিল্ম ফেস্টিভালে অংশ নেবে ইরানি শর্ট ফিল্ম ‘লেফ্ট হ্যান্ডেড’। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি অ্যাকাডেমি অব অস্কার অনুমোদিত।

নাসরিন মোহাম্মদপুর পরিচালিত এবং ফারিবা আরব প্রযোজিত চলচ্চিত্র ‘লেফ্ট হ্যান্ডেড’ ৩৮ বছর বয়সী মরিয়মের গল্প নিয়ে তৈরি করা হয়েছে। তিনি চারজনের একটি পরিবারের প্রধান।

মোহাম্মদপুর পরিচালিত অন্যান্য ছবির মতো ‘লেফ্ট হ্যান্ডেড’ও নারী ও সমাজ নিয়ে নির্মাণ করা হয়েছে।

চলচ্চিত্রটি এর আগে ২০২২ সালের সিউল আন্তর্জাতিক নারী চলচ্চিত্র উৎসবে বিএনপি পারিবাস এক্সিলেন্স পুরস্কার এবং গ্রীসের এথেন্সে পজিটিভলি ডিফারেন্ট শর্ট ফিল্ম ফেস্টিভালে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে।

২৩তম বার্ষিক ডেড সেন্টার ফিল্ম ফেস্টিভাল ৮ থেকে ১১ জুন ওকলাহোমা অনুষ্ঠিত হবে৷ সূত্র: মেহর নিউজ।