মার্কিন উৎসবে দেখানো হবে ইরানি ছবি ‘দ্যা আদার’
পোস্ট হয়েছে: জুন ৩০, ২০২০

আমেরিকায় অনুষ্ঠেয় বেস্ট অব ল্যাটিন আমেরিকা চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ইরানি স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘দ্যা আদার’। চলচ্চিত্রকার জাহরা তোরকামানলু পরিচালিত ছবিটি উৎসবের তৃতীয় রাউন্ডে দেখানো হবে।
‘দ্যা আদার’ চলচ্চিত্রে এক নারীর গল্প তুলে ধরা হয়েছে। সে একদিকে তার অভ্যন্তরীণ পরিচিতি পুনরুদ্ধারে চ্যালেঞ্জের মুখে পড়ে। অন্যদিকে তার বাহ্যিক অবস্থাও তার সাথে খুব একটা সামঞ্জস্যপূর্ণ নয়।
লস অ্যাঞ্জেলেসের দর্শকদের কাছে উৎসবে অংশগ্রহণকারী সিনেমাগুলো উপস্থাপন করবে আমেরিকার স্বল্পদৈর্ঘ্য ছবির চ্যানেল টিভিকোর্টোস।
বেস্ট অব ল্যাটিন আমেরিকা চলচ্চিত্র উৎসব শুরু হবে ২৪ জুলাই। টিভি চ্যানেলটির পক্ষ থেকে উৎসবের এবারের আসরের বিজয়ী সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে আড়াই হাজার ডলার পুরস্কার দেয়া হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।