মার্কিন উৎসবে দুই ইরানি শর্ট ফিল্ম
পোস্ট হয়েছে: মার্চ ৭, ২০২৪

সিনেকুয়েস্ট ফিল্ম অ্যান্ড ভিআর ফেস্টিভালের (সিকিউএফএফ) ৩৩তম আসরে দুটি ইরানি শর্ট ফিল্ম দেখানো হবে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সান জোসে উৎসবটি চলমান রয়েছে।
বাহার দোরাবাদির ‘দ্য কোয়ারেন্টাইন রিডেম্পশন’ উৎসবের ক্রিয়েটরস অ্যান্ড ক্রিয়েশন বিভাগে দেখানো হবে। অন্যদিকে, মিলাদ মোহাম্মদির ‘দ্য হিস্টোরিক্যাল বোল্ট’ অনুষ্ঠানের অ্যানিমেটেড ওয়ার্ল্ডস বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছে।
‘দ্য কোয়ারেন্টাইন রিডেম্পশন’ সংলাপবিহীন একটি মিউজিক্যাল কমেডি। ২০২৩ সালে এটি তৈরি করা হয়েছে। সিনেকুয়েস্ট ফিল্ম এবং ভিআর ফেস্টিভাল ১৭ মার্চ শেষ হবে। সূত্র: তেহরান টাইমস