মার্কিন উৎসবে ইরানের ‘পাঞ্চ ড্রাঙ্ক’
পোস্ট হয়েছে: নভেম্বর ১২, ২০২৩
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2023/11/4733372.jpg)
আদেল তাবরিজির ইরানি চলচ্চিত্র ‘পাঞ্চ ড্রাঙ্ক’ স্কিপটাউন প্লেহাউস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪র্থ আসরে প্রতিদ্বন্দ্বিতা করছে। বর্তমানে উৎসবটি মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে চলমান রয়েছে।
১৯৯৬ সালে তেহরানের একটি ঘটনা নিয়ে ছবিটি নির্মাণ করা হয়। ছবির গল্পের মূল চরিত্র মাহতাবকে তার ১০ বছর বয়সী সন্তান এরফানের সাথে থাকতে দেখা যায়। জেলে থাকা তার স্বামী মোর্তেজার সাথে তার ডিভোর্স হয়েছে। মাহতাব তার সন্তানকে একটি কারাতে ক্লাসে ভর্তি করায়, যাতে সে চরিত্রিকভাবে বাবার মতো শেষ না হয়ে যায়।
স্কিপটাউন প্লেহাউস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল ১২ নভেম্বর পর্যন্ত চলবে। সূত্র: তেহরান টাইমস