বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

মার্কিন উৎসবে ইরানি সিনেমা ‘ গুডবাই অলিম্পিক’

পোস্ট হয়েছে: মার্চ ১৬, ২০২০ 

news-image

আমেরিকার বার্ষিক ওয়েস্ট চেস্টার ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভালে দেখানো হবে ইরানি স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘‘গুডবাই অলিম্পিক’’। চলচ্চিত্রকার মোজতাবা পুরবাখশের চলচ্চিত্রটি উৎসবের এবারের ১৬তম আসরের প্রতিদ্বন্দ্বিতা বিভাগে অংশ নেবে।

‘‘গুডবাই অলিম্পিক’’ এর গল্প এগিয়ে গেছে এক নারী নৌকা বাইচার কাহিনি নিয়ে। অলিম্পিক গেমসের বাছাই ম্যাচে যিনি সমস্যার সম্মুখীন হন।

আমেরিকায় অনুষ্ঠিতব্য ১৬তম বার্ষিক ওয়েস্ট চেস্টার আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে অংশ গ্রহণের জন্য ইরানি স্বল্পদৈর্ঘ্যটি মনোনীত হয়েছে।

ওয়েস্ট চেষ্টার উৎসবে ৩০ মিনিটের স্বল্পদৈর্ঘ্য সিনেমা অংশ নেয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্বতন্ত্র চলচ্চিত্র নির্মাতারা তাদের তৈরি ছবি দাখিল করেন।

এবছর ওয়েস্ট চেস্টার ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভাল ২৪ এপ্রিল শুরু হয়ে চলবে ২৬ এপ্রিল পর্যন্ত।

‘‘গুডবাই অলিম্পিক’’ ইতোমধ্যে ত্রিস্তে প্যারা সেমপ্রে (দুঃখ চিরকাল) চলচ্চিত্র উৎসব ও হাঙ্গেরির মেডিওয়েভ চলচ্চিত্র উৎসব সহ কয়েকটি আন্তর্জাতিক ইভেন্টে যোগ দেয়। সূত্র: মেহর নি্‌উজ এজেন্সি।