মার্কিন উৎসবে ইরানি দুই প্রামাণ্যচিত্র
পোস্ট হয়েছে: এপ্রিল ২৪, ২০২০

আমেরিকায় অনুষ্ঠিতব্য ১৭তম অ্যার্কেওলোজি চ্যানেল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে (টিএসি) অংশ নেবে ইরানি দুই প্রামাণ্যচিত্র। আন্তর্জাতিক এই উৎসবে ‘হাফিজ উন্দ গোথে’ ও ‘ভারস’ নামের দুই প্রামাণ্যচিত্র পাঠাচ্ছে ইরান।
ইরানি চলচ্চিত্রকারদের নির্মিত ওই দুই ছবি টিএসি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানোর জন্য বাছাই করা হয়েছে। ‘হাফিজ উন্দ গোথে’ প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন নির্মাতা ফারশাদ ফেরেশতেহ-হেকমাত। আর ‘ভারস’ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন চলচ্চিত্রকার জাভাদ ভাতানি।
চলতি বছরের ১৩ থেকে ১৭ মে অনুষ্ঠিত হতে যাওয়া টিএসি উৎসবের এবারের ১৭তম আসরে কেবল অনলাইনে চলচ্চিত্র দেখানো হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।